সিলেটে এসএসসি পরীক্ষা পেছানোর দাবি ছাত্র ইউনিয়নের

সিলেট মিরর ডেস্ক


জুন ১৬, ২০২২
১০:২৩ অপরাহ্ন


আপডেট : জুন ১৬, ২০২২
১০:২৩ অপরাহ্ন



সিলেটে এসএসসি পরীক্ষা পেছানোর দাবি ছাত্র ইউনিয়নের

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটে দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্লাবিত হয়েছে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায়। শিক্ষাপ্রতিষ্ঠান, বাসা-বাড়ি, রাস্তাঘাট, এসএসসি পরীক্ষাকেন্দ্র বন্যার পানিতে প্লাবিত। এ অবস্থায় আসন্ন এসএসসি পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ। গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) এক বিবৃবিতে এ দাবি জানান ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ। 

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদের সভাপতি দীপংকর সরকার এবং সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক এক যৌথ বিবৃতিতে বলেন, ‘টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় জেলায় বন্যা অবস্থার অবনতি হচ্ছে। ইতোমধ্যে জেলার ৩৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। এছাড়া এসএসসি ও দাখিল পরীক্ষাকেন্দ্রেও পানি প্রবেশ করেছে। সিলেট নগর, সদর উপজেলা, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জের বন্যা পরিস্থিতির অবস্থা ক্রমশ অবনিত হচ্ছে। লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। এ অবস্থায় এসএসসি পরীক্ষার্থীদের পক্ষে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব না। শিক্ষার্থীরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সুযোগও নেই।’ এ অবস্থায় সিলেটের বর্তমান বন্যা পরিস্থিতিকে বিবেচনা করে পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি আমরা। 


এএফ/০৩