সিলেট মিরর ডেস্ক
জুন ১৭, ২০২২
০২:৩৬ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৭, ২০২২
০২:৩৭ পূর্বাহ্ন
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে আকস্মিকভাবে দেখা দিয়েছে বন্যা। প্লাবিত হয়েছে নগরের উপশহর, সোবহানীঘাট, মেন্দিবাগ, মুরাদপুরসহ বিভিন্ন এলাকা। উদ্ভুত পরিস্থিতিতে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে সর্তক বার্তা দিয়েছে সিলেট বিদ্যুৎ বিভাগ।
বৃহস্পতিবার (১৬ জুন) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আকস্মিক বন্যার কারণে উপশহর, সোবহানীঘাট, মেন্দিবাগ, মুরাদপুর এবং আশপাশের প্লাবিত এলাকায় জান মালের নিরাপত্তার স্বার্থে পানিতে কোনো বৈদ্যুতিক তার, খুঁটি বা অন্যান্য বৈদুতিক সরঞ্জামাদি পড়ে থাকলে অথবা গাছপালা বৈদ্যুতিক লাইনে পড়লে স্পর্শ না করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
দ্রুত (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর দপ্তরের যোগাযোগ করুন। যোগাযোগের নম্বর ০১৬২৫০৩৮৭৮৪ এবং ০২৯৯৬৬৩৩১৭৩ নম্বরে ফোনে জানানোর বিনীত অনুরোধ করা হল।
আরএম-০৮