পানিবন্দি মানুষকে উদ্ধারে নামছে সেনাবাহিনী

সিলেট মিরর ডেস্ক


জুন ১৭, ২০২২
১১:৩৭ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৭, ২০২২
১১:৪৫ পূর্বাহ্ন



পানিবন্দি মানুষকে উদ্ধারে নামছে সেনাবাহিনী

সিলেটে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা। হুঁ হুঁ করে বাড়ছেই পানি। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে আকস্মিকভাবে দেখা দেওয়া এই বন্যায় সিলেটের ছয় উপজেলাসহ নগরের ৮-১০টি এলাকার মানুষ পড়েছেন অবর্ণনীয় দুর্ভোগে।

বানের জলে সব হারানো নিঃস্বদের কেউ কেউ ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিলেও অধিকাংশ আটকা পড়েছেন। অনেকে ঘরের চালায় আশ্রয় নিয়েও টানা বর্ষণের কারনে সেখানে থাকতে পারছেন না। এদিকে নৌকা না থাকায় আশ্রয়কেন্দ্রেও যেতে পারছেন না।

এমন পরিস্থিতিতে জেলা ও উপজেলা প্রশাসনের হাতে পর্যাপ্ত পরিমাণ নৌকা ও উদ্ধার সরঞ্জামাদি না থাকায় জেলা প্রশাসক সেনাবাহিনীর সহযোগিতা চান।

এর প্রেক্ষিতে আটকে পড়া মানুষদের উদ্ধারে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় আজই সেনাবাহিনী নামানো হচ্ছে। জেলা প্রশাসক মো. মজিবর রহমান শুক্রবার সকাল ১০টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরএম-০১