সিলেট মিরর ডেস্ক
জুন ১৯, ২০২২
০৩:১২ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৯, ২০২২
০৩:১৮ পূর্বাহ্ন
প্রায় ৮ঘণ্টা পর বিদ্যুৎ ফিরতে শুরু করেছে সিলেট নগরে। দুপুর ১২টার দিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর শনিবার সন্ধ্যা থেকে নগরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ ফিরতে শুরু করে। তবে এখন পর্যন্ত বেশিরভাগ এলাকাই বিদ্যুৎহীন।
প্রবল বৃষ্টির কারণে কুমারগাওয়ে বিদ্যুতের জাতীয় গ্রিড লাইনের উপকেন্দ্রে সকালের দিকে পানি ঢুকতে শুরু করলে বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো সিলেট।
তবে প্রায় ৮ ঘন্টা অন্ধকারে থাকার পর সন্ধ্যা ৭টা থেকে নগরের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরের জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, বন্দরবাজার, নয়াসড়ক, নাইওর পুল, শাহী ঈদগাহ, টিলাগড়, বালুচর, মেজরটিলা, শাহপরানসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে অন্ধকারে রয়েছে বেশিরভাগ এলাকায়ই।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির বলেন, পানি সেচে ও বাঁধ দিয়ে বিদ্যুৎ উপকেন্দ্র আবার চালু করা হয়েছে। এখন নগরের অপেক্ষাকৃত উঁচু এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে যেসব এলাকা জলমগ্ন হয়ে আছে সেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
আরএম-০১