নিজস্ব প্রতিবেদক
জুন ১৯, ২০২২
০৩:৩৬ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৯, ২০২২
০৩:৩৬ পূর্বাহ্ন
মৃত্যুর খানিকক্ষণ আগেও নিজের ফেসবুক আইডিতে বন্যার ছবি, ভিডিও শেয়ার করছিলেন। অথচ কয়েক মিনিট পরই আকস্মিকভাবে ঢলে পড়লেন মৃত্যুর কোলে।
আজ শনিবার দুপুরে সিলেট নগরের খরাদিপাড়া এলাকায় বন্যার পানিতে পড়ে থাকা টিভির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে এভাবেই প্রাণ হারান টিটু চৌধুরী (৩৫)। তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার হরিপুর গ্রামের ধীরেন্দ্র চৌধুরীর ছেলে। টিটু চৌধুরী তাঁর মাকে নিয়ে খরাদিপাড়া এলাকায় ভাড়া থাকতেন। ছাত্রলীগের রাজনীতির সাথেও যুক্ত ছিলেন দীর্ঘদিন।
নিহত টিটু চৌধুরীর স্বজনেরা জানান, আজ সকালে বন্যার পানি নগরে ঢোকার পর টিটু চৌধুরীর বাসায় কোমরসমান পানি দেখা দেয়। তাই টিটু ঘরের জিনিসপত্র সরিয়ে ওই বাসারই দোতলায় নিয়ে রাখছিলেন। এ সময় পানির নিচে তলিয়ে থাকা টিভির বিদ্যুৎ–সংযোগের কেব্ল বিচ্ছিন্ন করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
এরপর দ্রুত টিটুকে সিলেট উইমেনস মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেন।
আরএম-০৩