সিলেট মিরর ডেস্ক
জুন ১৯, ২০২২
০৩:৫২ পূর্বাহ্ন
আপডেট : জুন ১৯, ২০২২
০৩:৫২ পূর্বাহ্ন
দিনভর ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নামা ঢলে প্লাবিত হয়েছে সিলেট নগরের অলিগলি। দুপুরের দিকে বন্যার পানিতে তলিয়ে গেছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালও। এতে চরম দুর্ভোগে পড়েন রোগীরা।
বন্যা পরিস্থিতির অবনতি ও কুমারগাও বিদ্যুৎকেন্দ্রে পানি ঢুকে পড়ায় আজ শনিবার দুপুর থেকে সম্পূর্ণভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে সিলেট। এতে বন্যার পানির দুর্ভোগের সাথে যোগ হয় বিদ্যুৎহীনতা। বেকায়দায় পড়েন ওসমানীতে আগত রোগীরা।
দুপুরের দিকে হাসপাতালের নিচতলা ঘুরে দেখা গেছে হাঁটুসমান পানি। এ অবস্থায় নিচতলার রোগীদের দ্বিতীয় তলায় জরুরি ভিত্তিতে স্থানান্তর করা হয়। মূল জেনারেটর চালু হতে দেরী হওয়ায় হাসপাতালে মোমবাতি জ্বালিয়ে কোনোমতে চিকিৎসা কার্যক্রম চলতেও দেখা গেছে।
শনিবার বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ভাইস-প্রিন্সিপাল এবং হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান শিশির রঞ্জন চক্রবর্তী গণমাধ্যমকে জানান, 'দুপুর থেকে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে কোনোমতে চিকিৎসা দেওয়া হচ্ছে। মূল জেনারেটর রুমে পানি উঠায় জেনারেটর ব্যবহার করা যাচ্ছে না।'
'জরুরিভিত্তিতে বিকল্প ৩টি জেনারেটর আনা হয়েছে। এগুলো দিয়ে অপারেশন থিয়েটার ও আইসিইউর কাজ চালানোর চেষ্টা চলছে', যোগ করেন তিনি।
এদিকে বিদ্যুৎ না থাকায় ও বন্যা পরিস্থিতির অবনতির কারণে এমএজি ওসমানী মেডিকেল কলেজও আজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
শিশির রঞ্জন চক্রবর্তী বলেন, 'কলেজের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া আর সম্ভব হচ্ছে না। ছাত্রাবাসেও পানি উঠেছে। বিদ্যুৎ নেই। ফলে আগামী শুক্রবার পর্যন্ত ৬ দিনের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।'
ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার চেষ্টা করতে বলা হয়েছে বলে জানান তিনি।
আরএম-০৪