বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির বৃত্তি প্রদান

সিলেট মিরর ডেস্ক


জুন ১৯, ২০২২
০৫:৪২ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৯, ২০২২
০৫:৪২ পূর্বাহ্ন



বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির বৃত্তি প্রদান


বাংলাদেশের মণিপুরী ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহনে অনুষ্ঠিত প্রাইমারী ও জুনিয়র স্কলারশীপ পরীক্ষা- ২০২১- এ কৃতকার্যদের বৃত্তি প্রদান সম্পন্ন। শুক্রবার সন্ধ্যায় নগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সভা কক্ষে বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামছাস সভাপতি থোকচম্ বিকি সিংহ'। শারীরিক অসুস্থতার কারনে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন উপস্থিত হতে না পারার জন্য দুঃখ প্রকাশ এবং অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে বার্তা পাঠিয়েছেন। 

বামছাস'র প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী অসেম্ সত্যজিত সিংহ'র পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত।

প্রধান বক্তা ছিলেন এন. এম. এডুকেশনাল ট্রাস্টের চেয়ারম্যান ও বামছাস এর অন্যতম উপদেষ্টা এল. নন্দলাল সিংহ।

বাংলাদেশের মণিপুরী অধ্যুষিত বিভিন্ন জেলা ও উপজেলার প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীকে  নগদ অর্থ, ক্রেষ্ট ও সনদপত্র বিতরনের মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন বামছাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রনিক সিংহ। বক্তব্য রাখেন বামছাস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ. মনিলাল সিংহ, সহসভাপতি মুকেশ ময়েংবম্, কিষান সিংহ, কোষাধ্যক্ষ অনুরাগ রাজ কুমার প্রমুখ। সঞ্চালনায় ছিলেন থোকচম্ কমলিকা। 

এএন/০২