মধ্যরাতে মাইকিং, নগরজুড়ে ডাকাত আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক


জুন ১৯, ২০২২
০৭:৫৩ পূর্বাহ্ন


আপডেট : জুন ২০, ২০২২
০১:১৯ পূর্বাহ্ন



মধ্যরাতে মাইকিং, নগরজুড়ে ডাকাত আতঙ্ক

এলাকায় ডাকাত এসেছে। মসজিদে মসজিদে মধ্যরাতে এমন ঘোষণা বন্যা কবলিত সিলেটের মানুষের মধ্যে নতুন আতঙ্ক ছড়িয়েছে। এমন খবরে অনেক এলাকায় লাঠিশোটা নিয়ে মানুষ রাস্তায় নেমে আসেন। মহল্লায় মহল্লায় বসানো হয় পাহারা। তবে পুলিশ বলেছে, নগরের কোথাও ডাকাতির ঘটনা বা ডাকাত আসার সত্যতা পাওয়া যায়নি।

শনিবার দিবাগত রাত দেড়টার কিছু আগে আখালিয়া ও বাগবড়ি মসজিদ থেকে মাইকে ডাকাত পড়ার ঘোষণার খবর পাওয়া যায়। একই রকমভাবে নগরের বাগবাড়ি, টিলাগড়, খাসদবীর, সুবিদবাজারসহ বিভিন্ন জায়গায় মসজিদের মাইকে ঘোষণা আসতে থাকে। এতে মধ্যরাতে নগর জুড়ে এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়। অনেকে আতঙ্কে আত্মীয় স্বজনদের খোঁজ নিতে শুরু করেন। অনেকে  ফেসবুকে পোস্ট দিয়ে সত্যটা জানার চেষ্টা করেন। অনেকে নিজ এলাকায় মাইকিং হচ্ছে সেটা জানান। এরপর পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে নামে। তবে তারা এর কোনো সত্যতা পায়নি। 

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘ট্রিপল নাইনে ফোনের মাধ্যমে আমরা খবর পাই। প্রথমে কানিশাইল  এরপর যথাক্রমে শামীমাবাদ, সুরমা আবাসিক এলাকা, তপোবন আবাসিক এলাকা, আল-মদিনা, এরপর বাগবাড়ি। সর্বশেষ ভাতালিয়া। আমরা প্রত্যেকটি জায়গায় গিয়ে দেখেছি। কিন্তু কোনো সদস্য পাইনি। ভূয়া খবর ছড়ানো হয়েছে।’



এএফ/০১