স্বাভাবিক অবস্থায় ওসমানী হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক


জুন ১৯, ২০২২
১১:৪১ অপরাহ্ন


আপডেট : জুন ২০, ২০২২
০১:৩৩ পূর্বাহ্ন



স্বাভাবিক অবস্থায় ওসমানী হাসপাতাল

পানি প্রবেশ করায় গতকাল শনিবার সিলেট বিভাগের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ছিল বন্যা কবলিত। বন্ধ হয়ে যায় বিদ্যুৎ পরিসেবাও। ফলে বিঘ্নিত হয়েছিল স্বাস্থ্যসেবা। তবে বিদ্যুৎ সংযোগ চালু ও পানি নেমে যাওয়া ফের স্বাভাবিক হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা।

গত বুধবার থেকেই বন্যা কবলিত সিলেট নগর ও জেলার প্রায় সব উপজেলা। এদিকে গতকাল শনিবার প্লাবিত হয়ে পড়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। পুরো নগরের মতো হাসপাতালেও বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। এদিকে হাসপাতালের জেনারেটর কক্ষে পানি প্রবেশ করায় বন্ধ থাকে জেনারেটরও। ফলে সেন্ট্রাল অক্সিজেন লাইন, অপারেশন ছিল বন্ধ। এছাড়া পানি প্রবেশ করায় হাসপাতালের নীচ তলার রোগীদের দ্বিতীয় তলায় পাঠানো হয়। তবে শনিবার রাতে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু হওয়ায় ফের পুরোদমে সেবা শুরু হয়। এদিকে রবিবার ভোর থেকে পানি নামতে শুরু করে।

রবিবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের সামনের রাস্তার পানি নেমে গেছে। অ্যাম্বুলেন্সসহ অন্যান্য রোগী পরিবহনকারী যানবাহন চলাচল করতে পারছে না। হাসপাতালের নীচ তলার পানি নেমে যাওয়ার পর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার ২৪ ঘণ্টায় জরুরি বিভাগের মাধ্যমে হাসপাতালে ৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার সকাল আটটা থেকে বেলা ২টা পর্যন্ত ভর্তি হয়েছেন ৩৪ জন। তবে স্বাভাবিক সময়ে প্রতিদিন হাসপাতালে প্রায় ৪০০ রোগী হাসপাতালে ভর্তি হন। সিলেটজুড়ে বন্যার কারণেই রোগী ভর্তির সংখ্যা কম বলে মনে করছিন সংশ্লিষ্টরা।

হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল গফফার সিলেট মিররকে বলেন, ‘শনিবার রাতেই বিদ্যুৎ সংযোগ চালু হয়। এছাড়া রবিবার ভোর থেকে হাসপাতালে উঠা পানি নামতে শুরু করেছে। বর্তমানে সেবা স্বাভাবিক রয়েছে।’

এনএইচ/বিএ-০৩