সিলেট মিরর ডেস্ক
জুন ২০, ২০২২
১২:৩৭ পূর্বাহ্ন
আপডেট : জুন ২০, ২০২২
১২:৪৪ পূর্বাহ্ন
সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যাকবলিত মানুষদের সার্বিক সহায়তা ও উদ্ধারকাজে অংশ নিতে ভোলা থেকে রওনা দিয়েছে ১৪ জনের একটি উদ্ধারকারী দল।
রোববার (১৯ জুন) সকালে ভোলা খেয়াঘাট লঞ্চঘাট থেকে চারটি দ্রুতগামী নৌযান নিয়ে রওনা দেন কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড সূত্র জানায়, রাতেই ওই টিমটি সিলেট ও সুনামগঞ্জ পৌঁছানোর কথা রয়েছে। সোমবার (২০ জুন) ভোর থেকে তারা পানিবন্দিদের উদ্ধারে কাজ করবেন। পাশাপাশি তাদের সার্বিক সহায়তা করবেন তারা।
এর আগেও কোস্টগার্ডের পাঁচটি দ্রুতগামী নৌযান বন্যাকবলিত এলাকায় নৌঁছে পানিবন্দিদের উদ্ধারে কাজ করছেন।
আরএম-০৩