বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত : সিলেটে সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক


জুন ১৯, ২০২২
০৯:২৮ অপরাহ্ন


আপডেট : জুন ১৯, ২০২২
০৯:২৯ অপরাহ্ন



বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত : সিলেটে সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফি উদ্দিন আহমেদ বলেছেন, 'সিলেট ও সুনামগঞ্জে বন্যা দুর্গতদের উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক চেষ্টা করছে। বানভাসি মানুষের জন্য যা কিছু করা দরকার তার সব কিছুই করতে আমরা প্রস্তুত রয়েছি।'

তিনি রোববার (১৯ জুন) সিলেটের কোম্পানীগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'এমন একটা বিপর্যয়ের জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। এই বন্যা বহু বছরের রেকর্ড ভঙ্গ করেছে। এই বিপর্যয় কাটিয়ে উঠতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।'

শফিউদ্দিন আহমদ বলেন, 'এই বিপর্যয় কাটিয়ে উঠতে কেবল বাংলাদেশ সেনাবাহিনী নয়, সরকারের সবগুলো বিভাগ চেষ্টা করে যাচ্ছে।'

সেনাপ্রধান বলেন, 'বাংলাদেশ সেনাবাহিনী দুর্গম এলাকায় প্রত্যন্ত এলাকার দুর্গত মানুষের মাঝে খাদ্য, ঔষধ ও অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।  আমি দেখতে এসেছি- তারা কতটা কষ্ট করছে, কী তাদের সাপোর্ট সেনাদপ্তর থেকে দেওয়া দরকার যাতে তারা এই অপারেশন আরও সফলভাবে করতে পারে।'

এই দুর্যোগ মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান সেনাপ্রধান।

এসএইচ/বিএ-০৮