সিলেট মিরর ডেস্ক
জুন ২১, ২০২২
১০:২০ অপরাহ্ন
আপডেট : জুন ২১, ২০২২
১০:২৬ অপরাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বন্যা আসাটা আমার মনে হয় ঘাবড়ানোর কিছু নাই। বাংলাদেশের মানুষকে সব সময় প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে বসবাস করতে হবে- এ ধরনের মানসিকতা থাকতে হবে, এই বিশ্বাস থাকতে হবে। সে কারণে আমাদের যত অবকাঠামো হবে- সে কথাটা মাথায় রেখে হবে। ’
আজ মঙ্গলবার (২১ জুন) সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় তিনি বলেন, ‘‘সিলেট অঞ্চলে মাটি উঁচু করে আর কোনো রাস্তা করা হবে না, ‘এলিভেটেড’ রাস্তা হবে। এলিভেটেড রাস্তা হলে সেটা সহজে নষ্ট হয় না, বন্যার মতো দুর্যোগে যাতায়াতেরও সুবিধা হয়। ’’
এর আগে মঙ্গলবার সকালের দিকে হেলিকপ্টারযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে সিলেট সার্কিট হাউসে যান।
আরএম-০২