সিলেট মিরর ডেস্ক
জুন ২১, ২০২২
১০:৩০ অপরাহ্ন
আপডেট : জুন ২১, ২০২২
১০:৩০ অপরাহ্ন
আগামী ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টিপাত পরিমাণে কম হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে একই সময়ে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘আজকের পূর্বাভাসে দেখা যাচ্ছে, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বেশির ভাগ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সঙ্গে রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। যার মধ্যে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও অতিভারি বর্ষণের সম্ভাবনা আছে।
সিলেটে কেমন আবহাওয়া থাকবে জানতে চাইলে তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় সিলেটেও বৃষ্টি থাকবে, তবে পরিমাণে কম।
তিনি বলেন, ‘এখন বর্ষাকাল। বাতাসের আর্দ্রতা সব সময় ৯০-এর ওপরে থাকে। সে ক্ষেত্রে ব্যত্যয় হবে না।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আগামী ২৪ ঘণ্টায় বৃহত্তর সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও উত্তরের জেলাগুলোতে পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। অতিভারি বৃষ্টিপাতের প্রভাবে চট্টগ্রামসহ পার্বত্য তিন জেলার নদ-নদীর পানি সমতলে দ্রুত বৃদ্ধি পেতে পারে।
আরএম-০৪