বন্যা দুর্গতদের ত্রাণ নিয়ে জেসিপিএসসি এলামনাই অ্যাসোসিয়েশন

সিলেট মিরর ডেস্ক


জুন ২৩, ২০২২
০১:১৮ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৩, ২০২২
০১:১৮ পূর্বাহ্ন



বন্যা দুর্গতদের ত্রাণ নিয়ে জেসিপিএসসি এলামনাই অ্যাসোসিয়েশন

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে পরিচালিত সংগঠন জেসিপিএসসি এলামনাই অ্যাসোসিয়েশন সিলেটের বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ সহায়তা কাজ শুরু করেছে।

মঙ্গলবার (২১ জুন) সংগঠনের পক্ষ থেকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী অঞ্চলের অসহায় বানভাসি  মানুষের মধ্যে ৬০০ প্যাকেট  বিশুদ্ধ খাবার পানি,  শুকনা  খাবার এবং ওরস্যালাইন বিতরণ করেছে। 

 জেসিপিএসসি এলামনাই এসোসিয়েশনের সভাপতি, নির্বাহী সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যগণ সার্বিকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন |

ত্রাণ বিতরণ কাজে তাদের সার্বিক সহযোগিতা করেন গোয়াইনঘাট থানার ওসি তদন্ত ওমর ফারুক এবং পুলিশ সদস্যরা।

এর আগে গত শনিবার (১৮ জুন) সিলেটের চিকনাগুল মাদ্রাসা এবং চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে প্রায় ৩০০ মানুষকে বিশুদ্ধ খাবার পানি,  শুকনা  খাবার এবং ওর স্যালাইন করে  সংগঠনটি।

জেসিপিএসসি এলামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, এ দুর্যোগের সময়ে  আরও ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাবেন তারা|


এএফ/০১