রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক


জুন ২৯, ২০২২
১১:৩৯ অপরাহ্ন


আপডেট : জুন ২৯, ২০২২
১১:৩৯ অপরাহ্ন



রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে বন্যার্ত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সকাল সাড়ে দশটায় নগরের নাইওরপুলস্থ রামকৃষ্ণ মিশনে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় তিন শতাধিক মানুষকে এ খাদ্যসামগ্রী দেওয়া হয়।

সকালে রামকৃষ্ণ মিশনের সামনে জড়ো হতে থাকেন সাধারণ মানুষ। এ সময় টোকেন দেখে প্রত্যেকের হাতে এক প্যাকেট খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, তেল, লবন ও পাঁচ লিটার পানি।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, রামকৃষ্ণ আশ্রমের প্রেসিডেন্ট বিজিত কুমার দেয়, ভাইস প্রেসিডেন্ট বেদানন্দ ভট্টাচার্য, দিবাকর ধর দাম, সদস্য পরেশ দেবনাথ, হারান চক্রবর্তী ও বিভাস শ্যাম পুরকায়স্ত যাদন।

এ সময় স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ বলেন, ‘বন্যায় মানুষ কষ্টে আছেন। তাদের পাশে দাঁড়াতে আমরা এ আয়োজন করেছি। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।’

এএফ/০২