নেত্রকোনা জেলা সমিতি সিলেট'র সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল

সিলেট মিরর ডেস্ক


জুলাই ০১, ২০২২
০৫:০৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ০১, ২০২২
০৫:০৮ অপরাহ্ন



নেত্রকোনা জেলা সমিতি সিলেট'র সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল


গোয়াইনঘাট সরকারি কলেজের সহকারি অধ্যাপক ও নেত্রকোনা জেলা সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান-এর পিতা মো. এলাহী নেওয়াজ খান ইন্তকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ২৭ জুন সোমবার তিনি মারা যান।

এদিকে, ইকবাল হোসেন খানের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেটস্থ নেত্রকোনা সমিতি। সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সোবহান এক বিজ্ঞপ্তিতে এই শোক প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে তিনি বলেন, মো. এলাহী নেওয়াজ খান একজন প্রকৃত সমাজসেবী ও জনদরদী মানুষ ছিলেন। তার মৃত্যুতে সমাজের যে ক্ষতি হয়েছে, তা পুরণ হবার নয়। তিনি নেত্রকোনা জেলা সমিতির সকল সদস্যের পক্ষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এএন/০১