সিলেট মিরর ডেস্ক
জুলাই ০২, ২০২২
০৯:৩০ অপরাহ্ন
আপডেট : জুলাই ০২, ২০২২
০৯:৩৩ অপরাহ্ন
প্রায় ১৫ দিন পর দিনভর সূর্যের দেখা মিলেছে সিলেটের আকাশে । আজ শনিবার (২ জুলাই) সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রোদের তাপ।
এদিকে গতকাল শুক্রবার রাত থেকে বৃষ্টি না হওয়ায় কমেছে নদ-নদীর পানি। দীর্ঘদিন পর সকাল থেকেই সূর্য তাপ ছড়ানোয় সিলেটের বিভিন্ন এলাকার বন্যাকবলিত এবং নগরের বাসিন্দাদের মধ্যে অনেকটা স্বস্তি দেখা দিয়েছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, গতকাল সকাল ৯টা পর্যন্ত সিলেটের দুটি নদীর পানি চারটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও পানি কমছে। নদীর কোনো কোনো পয়েন্টে গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৯টার ব্যবধানে দশমিক ২০ সেন্টিমিটার থেকে দশমিক শূন্য ২ সেন্টিমিটার কমেছে। আজ সকাল ৯টা পর্যন্ত সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া কুশিয়ারা নদীর পানি আমলশিদ, শেওলা, কুশিয়ারা পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেট পাউবোর নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, বৃষ্টি না হওয়ায় নদ-নদীর পানি কমছে, তবে অনেকটা ধীরগতিতে। তবে আশা করা যাচ্ছে, আরও কয়েক দিন বৃষ্টি না হলে পানি আরও কমবে। তিনি বলেন, সিলেটে আগামী ১০ দিনের মধ্যে বন্যার আগাম কোনো সতর্কতা নেই।
আরএম-০৫