জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ১

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি


জুলাই ০৩, ২০২২
১০:৫৩ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৩, ২০২২
১০:৫৩ অপরাহ্ন



জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ১

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের পানিছড়া গ্যাস ফিল্ডের সামনে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে ২জন নিহত ও ১জন আহত হয়েছেন। 

দূর্ঘটনায় নিহত শাহপরান থানার পিরের বাজারের হাতুড়া গ্রামের ফিরোজ মহরির ছেলে আজিম (১৯) নিহত হয়। আরেক নিহত ও আহতের নাম ঠিকানা জানা যায়নি। 

আজ রবিবার (৩ জুন) বেলা দুইটা ৪০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় এলাকাবাসী সুহেল আহমদ ও জাহিদুল ইসলাম জানান, বেলা দুইটা ৪০ মিনিটের সময় সিলেট-তামাবিল মহাসড়কের পানিছড়া এলাকার সিলেট গ্যাস ফিল্ডের সামনে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ২ জন মোটর সাইকেল আরোহী নিহত হন। অপর একজন মোটর সাইকেল আরোহী গুরুত্বর আহত হন। ঘটনার পর পর স্থানীয় জনতা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সিলেট এমএ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

জৈন্তাপুর মডেল থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র রায় বলেন, ‘সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই আমরা। স্থানীয়রা আহত নিহতদের উদ্ধার করে সিলেটে প্রেরণ করেন বলে জানান।’ ঘটনায় ২ জন নিহত ও একজন আহত হওয়ার বিষয় নিশ্চিত করেন তিনি।

আরকেএস-০১/এএফ-০১