ওসমানীনগরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

ওসমানীনগর প্রতিনিধি


জুলাই ০৩, ২০২২
১১:১৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৩, ২০২২
১১:১৪ অপরাহ্ন



ওসমানীনগরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

সিলেটের ওসমানীনগর উপজেলায় বন্যার্ত মানুষের স্বাস্থ্য সেবা প্রদানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা হাসপাতালের আয়োজনে উমরপুর ইউপির খুজগীপুর মান উল্যাহ উচ্চ বিদ্যালয়ে মেডিকেলক্যাম্প অনুষ্ঠিত হয়।

খুজগীপুর মান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ওহেলথ ইন্সপেক্টর আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট পার্ক ভিউ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য এবং জন সংখ্যা বিষয়ক সম্পাদক হৃদরোগ বিশেষজ্ঞ  ডা. সাকির আহমদ শাহিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোজহারুল ইসলাম, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল। 

মেডিকেল ক্যাম্পে শতাধিক পুরুষ মহিলাদের বিনা মূল্যে ঔষধ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। চিকিৎিসা সেবা প্রদান করেন, সিলেট পার্ক ভিউ হাসপাতালের সহোযগী অধ্যাপক হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সাকির আহমদ শাহিন, ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোজহারুল ইসলাম, গাইনি বিষয়ে অভিজ্ঞ ডা. নাইমা তামান্না, শিশু বিষয়ে অভিজ্ঞ ডা. নুসরাত জাহান মৌটুসী, আবাসিক মেডিকেল অফিসার আইরিন আক্তার ও মেডিকেল অফিসার আলী হোসেন।

ইউডি-০১/এএফ-০৩