জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনা : তিনজনই নিহত

নিজস্ব প্রতিবেদক ও জৈন্তাপুর প্রতিনিধি


জুলাই ০৪, ২০২২
০১:৫৭ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৪, ২০২২
০২:০১ পূর্বাহ্ন



জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনা : তিনজনই নিহত

ঘাতক ট্রাক জব্দ করেছে পুলিশ। ছবি- সিলেট মিরর

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত জসিম উদ্দিনও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  এর আগে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই আজিম উদ্দিন এবং হাসপাতালে নেওয়ার পথে ফাহিম আহমদ অমি মৃত্যুবরণ করেন।

আজ রবিবার (৩ জুন) বেলা দু্ইটা ৪০ মিনিটের দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলায়র চিকনাগুল এলাকায় সিলেট গ্যাস ফিল্ডের তিন নং গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে আজিম (১৬) সিলেট মহানগরের শাহপরান থানার পীরেরবাজারের হাতুড়া গ্রামের ফিরোজ মহোরির ছেলে, জসিম (১৭) একই এলাকার পুরান বাড়ির বাসিন্দা আব্দুল আহাদের ছেলে এবং ফাহিম (১৬) মেজরটিলা এলাকার ইসলামপুরের বাসিন্দা ও যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সুবেদুর রহমান মুন্নার ছেলে। সে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

জানা গেছে, আজ বেলা দুইটা ৪০ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সিলেট গ্যাস ফিল্ডের সম্মুখে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে আজিম মারা যান। এ সময় গুরুতর আহত হন তার সঙ্গী ফাহিম ও জসিম। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে ফাহিম এবং হাসপাতালে নেওয়ার পর  ফাহিম মারা যান। 

এ ঘটনায় এখন পর্যন্ত ঘাতক ট্রাকের ড্রাইভার বা হেলপারকে আটক করতে পারে নি পুলিশ। তবে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে জৈন্তাপুর থানা পুলিশ।

দুর্ঘটনায় তিন জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ। তিনি বলেন, ‘তিন জনই মারা গেছেন। এর মধ্যে ফাহিম হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।


এ সংক্রান্ত পূর্বের সংবাদ পড়ুন-


এএফ/০৪