কোম্পানীগঞ্জের সুন্দাউড়ায় দেড়শ পরিবারকে খাবার দিলো সন্ধানী

সিলেট মিরর ডেস্ক


জুলাই ০৪, ২০২২
০৪:০০ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৪, ২০২২
০৪:২৫ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জের সুন্দাউড়ায় দেড়শ পরিবারকে খাবার দিলো সন্ধানী

কোম্পানীগঞ্জ উপজেলার তুলনামূলক প্রত্যন্ত এলাকা সুন্দাউড়া গ্রামের দেড় শতাধিক পরিবারের মধ্যে খাবার সরবরাহ করেছে সন্ধানী। সন্ধানী ঢাকা ডেন্টাল কলেজ ইউনিটের অর্থায়নে„ এসব খাদ্য পণ্য বন্যার্তদের হাতে পৌছে দিয়েছেন সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিটের সদস্যরা।

আজ রবিবার (৩ জুন) দুপুরে কোম্পানীগঞ্জের সুন্দাউড়া গ্রামে এ ত্রাণ সমগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল প্রতি পরিবারের জন্য চাল, ডাল, আলু,  পেঁয়াজ, তেল, সেমাই ও দুধ এবং খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

প্রত্যন্ত এবং দূরবর্তী হওয়ায় ত্রাণ সামগ্রী তেমন একটা পৌঁছায় না সাধারণত যেসব এলাকায়। সেসব মানুষের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দিতে সন্ধানীর সদস্যরা নৌকায় করে কোম্পানীগঞ্জের সুন্দাউড়ায় ঘরে ঘরে খাবার পৌঁছে দেন। 

সুন্দাউড়া গ্রামের বসতভিটা থেকে পানি নেমে গেলেও এখনো ভেজা রয়েছে ভিটা। পথঘাট এখনো কর্দমাক্ত, হেঁটে চলা দায়। কাদা কখনো আবার হাঁটু পর্যন্ত ডেবে যাচ্ছে। এসব জায়গায় যেতে এখনো নৌকায় ভরসা। এসব এলাকায় এখনো মানুষের খাবার ও বিশুদ্ধ পানি দরকার।

সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিটের দপ্তর সম্পাদক ইউসুফ আহমদ সিলেট মিররকে বলেন, ‘সন্ধানী ঢাকা ডেন্টাল কলেজ ইউনিটের অর্থায়নে আমরা দেড় শতাধিক পরিবারের কাছে কে ত্রাণ-সহায়তা পৌঁছে দিয়েছি।’ তারা  আরো বলেন, ‘সন্ধানী কেন্দ্রীয় পরিষদের তত্বাবধানে পরিচালিত বন্যাকবলিত মানুষের সাহায্যার্থে গঠিত ত্রাণ-সহায়তা টিমের কার্যক্রমের অংশ হিসেবে সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিটের সদস্যরা কর্মস্পৃহা বরাবরই ছিল সর্বোচ্চ পর্যায়ের। সন্ধানী ঢাকা ডেন্টাল কলেজ ইউনিটের সহযোগিতা তা আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।


এএফ/০৫