সীমান্ত এলাকায় ৬০০ পরিবারকে বিজিবির ত্রাণ সামগ্রী প্রদান

নিজস্ব প্রতিবেদক


জুলাই ০৪, ২০২২
০৬:৪৮ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৪, ২০২২
০৬:৪৮ পূর্বাহ্ন



সীমান্ত এলাকায় ৬০০ পরিবারকে বিজিবির ত্রাণ সামগ্রী প্রদান


সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক ছয়টি স্থানে বন্যাদূর্গতদের মধ্যে ছয়শত প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়কের প্রয়োজনীয় নিদের্শনায় তিন দিনে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

গতকাল রবিবার সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ বিওপির উত্তর রনিখাই ইউনিয়নের কালাইরাগ পূর্বপাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০ পরিবারকে এবং গোয়াইনঘাট উপজেলার সোনারহাট বিওপির পশ্চিম জাফলং ইউনিয়নের নয়াগ্রাম ও মনাইকান্দি গ্রামের ক্ষতিগ্রস্থ ১০০ পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করে বিজিবি সদস্যরা। 


আগের দিন শনিবার সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লাফার্জ বিওপির নরসিংহপুর ইউনিয়নের শ্যামারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০টি পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। একই উপজেলার সোনালীচেলা বিওপির চারগাঁও এবং শারফিনপাড়া গ্রামের খেয়াঘাট এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০টি পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

এছাড়া শুক্রবার সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট বিওপির ইসলামপুর ইউনিয়নের নিজগাঁও, বনগাঁও, নয়াবস্তি, মনিপুরিবস্তি এবং রতনপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০টি পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। একই দিন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সোনারহাট বিওপির পশ্চিম জাফলং ইউনিয়নের লক্ষণছড়া, কুলনছড়া ও গাছলাওউড়া গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০টি পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। 

এএন/০১