বাংলাদেশের হার ৩৫ রানের, সাকিবের অর্ধশত

সিলেট মিরর ডেস্ক


জুলাই ০৪, ২০২২
০৭:৪১ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৪, ২০২২
০৭:৪১ পূর্বাহ্ন



বাংলাদেশের হার ৩৫ রানের, সাকিবের অর্ধশত
বাংলাদেশ-ওয়েস্টইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ


বাংলাদেশ-ওয়েস্টইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়ম্যাচ ৩৫ রানে জিতেছে। রভম্যান পাওয়েল পাল্টা আক্রমণ শুরু করতেই যেন হারিয়ে গেল সব নিয়ন্ত্রণ। কোথায় বল ফেলবেন তাই যেন ভেবে পেলেন না বোলাররা। তাতে বাংলাদেশ পেল রেকর্ড গড়ার চ্যালেঞ্জ। মাহমুদউল্লাহর দল যেতে পারল না এর ধারে কাছেও। বিবর্ণ ব্যাটিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারল ৩৫ রানের ব্যবধানে। বাংলাদেশের 

জিততে হলে গড়তে হতো রেকর্ড, ক‍্যারিবিয়ানে সর্বোচ্চ রান তাড়া করে জয়। গড়তে হতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। তবে এর বাস্তবিক কোনো সম্ভাবনা কখনও গড়তে পারেনি বাংলাদেশ। দ্রুত ৩ উইকেট হারানোর পর চেষ্টা করেছিলেন আফিফ হোসেন ও সাকিব আল হাসান। তবে তারা কেবল পরাজয়ের ব‍্যবধানই কমাতে পেরেছেন কিছুটা, সত‍্যিকারের সম্ভাবনা জাগাতে পারেননি। 

দুই ক‍্যারিবিয়ান স্পিনার আকিল হোসেন ও হেইডেন ওয়ালশ জুনিয়র মিলিয়ে ৮ ওভারে ৫০ রান দিয়ে নিয়েছেন ১টি উইকেট। ম‍্যাচ পরিস্থিতি বিবেচনায় যা দুর্দান্ত। আর শুরুতে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে নাড়িয়ে দেওয়ার কাজটা করেছিলেন পেসাররা।

শেষ ওভারে অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়ায় কিপারের গ্লাভসে ধরা পড়েন মোসাদ্দেক হোসেন।

৫২ বলে তিন ছক্কা ও পাঁচ চারে ৬৮ রানে অপরাজিত থাকেন সাকিব। তবে তাকে ঘিরে সেভাবে ইনিংস গড়ে তুলতে পারেনি বাংলাদেশ।

প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের দুই হাজার রান ও একশ উইকেটের ডাবল গড়ার দিনে মূলত ব‍্যবধান গড়ে দেন রভম‍্যান পাওয়েল। তার শেষের ঝড়েরই জবাব খুঁজে পায়নি বাংলাদেশ।

পাঁচ বছর পর ডমিনিকায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরার ম‍্যাচ ১৩ ওভার হয়েই ভেসে গিয়েছিল বৃষ্টিতে। পরের ম‍্যাচে ফেরাটা স্মরণীয় করে রাখল ওয়েস্ট ইন্ডিজ। ম‍্যাচ জেতার পর দিল ল‍্যাপ অব অনার। 

ফিফটির পর ক‍্যাচ দিয়েও বেঁচে যান সাকিব। হেইডেন ওয়ালশ জুনিয়রের ব‍্যর্থতায় পেয়ে যান চার। এরপর ওবেড ম‍্যাককয়কে ওড়ান ছক্কায়। এই শটে বাংলাদেশের দ্বিতীয় ব‍্যাটসম‍্যান হিসেবে টি-টোয়েন্টিতে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব।

এএন/০২