সিলেটে বন্যার্তদের মাঝে খুলনা সমিতির ত্রাণ বিতরণ

সিলেট মিরর ডেস্ক


জুলাই ০৪, ২০২২
০৪:৫৮ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৪, ২০২২
০৪:৫৮ অপরাহ্ন



সিলেটে বন্যার্তদের মাঝে খুলনা সমিতির ত্রাণ বিতরণ

খুলনা বিভাগীয় কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে সাম্প্রতিক সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১ জুলাই) সিলেটের দুক্ষিণ সুরমার লাওয়াই এলাকায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে কার্যনির্বাহী পরিষদের সভাপতি ডা. সৈয়দ মোহাম্মদ খসরু, সহ-সভাপতি শাবিপ্রবির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, কার্যনির্বাহী পরিষদের সহ-সম্পাদক মো. শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. কিবরিয়া আলম, দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. গোলাম মওলা ও শেখ রফিক আহমদ এবং কার্যকারী সদস্য এসএম মোশারফ হোসেন এবং অনিল কৃষ্ণ মজুমদার উপস্থিত ছিলেন।

সমিতির কার্যনির্বাহী পরিষদ, উপদেষ্টা পরিষদ এবং সাধারণ সদস্যবৃন্দের আন্তরিক প্রচেষ্টা, শ্রম ও আর্থিক সহযোগিতায় বন্যার্তদের সহায়তা কার্যক্রমটি পরিচালনা করা হয়।