সিলেট মিরর ডেস্ক
জুলাই ০৪, ২০২২
০৪:৫৮ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৪, ২০২২
০৪:৫৮ অপরাহ্ন
খুলনা বিভাগীয় কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে সাম্প্রতিক সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ জুলাই) সিলেটের দুক্ষিণ সুরমার লাওয়াই এলাকায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে কার্যনির্বাহী পরিষদের সভাপতি ডা. সৈয়দ মোহাম্মদ খসরু, সহ-সভাপতি শাবিপ্রবির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, কার্যনির্বাহী পরিষদের সহ-সম্পাদক মো. শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. কিবরিয়া আলম, দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. গোলাম মওলা ও শেখ রফিক আহমদ এবং কার্যকারী সদস্য এসএম মোশারফ হোসেন এবং অনিল কৃষ্ণ মজুমদার উপস্থিত ছিলেন।
সমিতির কার্যনির্বাহী পরিষদ, উপদেষ্টা পরিষদ এবং সাধারণ সদস্যবৃন্দের আন্তরিক প্রচেষ্টা, শ্রম ও আর্থিক সহযোগিতায় বন্যার্তদের সহায়তা কার্যক্রমটি পরিচালনা করা হয়।