সিলেটে বন্যার্তদের মাঝে লায়ন্স ইন্টারন্যাশনালের খাদ্য ও কাপড় বিতরণ

সিলেট মিরর ডেস্ক


জুলাই ০৫, ২০২২
০২:১৫ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৫, ২০২২
০২:১৫ পূর্বাহ্ন



সিলেটে বন্যার্তদের মাঝে লায়ন্স ইন্টারন্যাশনালের খাদ্য ও কাপড় বিতরণ

সিলেটের জকিগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত সহস্রাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও কাপড় বিতরণ করেছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-১, বাংলাদেশ। 

আজ সোমবার (৪ জুলাই) সকালে জকিগঞ্জের বারোহাল ইউনিয়নের মাইজগ্রাম এলাকায় এবং বিকালে গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নের সৈয়দ মকুবল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থ সহস্রাধিক পরিবারের মধ্যে খাদ্য-সামগ্রী ও কাপড় বিতরণ করা হয়েছে।

বন্যার্ত এসব পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী ও কাপড় তুলে দেন লায়ন্স জেলা ৩১৫বি-১ এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শরিফ আলী খান, আইপিডিজি লায়ন শাহেনা রহমান এবং ফাষ্ট ভাইস ডিষ্ট্রিক্ট গভর্নর লায়ন লুৎফুর রহমান।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল, তেল, পিয়াজ, লবণ, আলু, চিড়া, মুড়ি, খাবার স্যালাইন। কাপড়ের মধ্যে ছিল শাড়ি ও লুঙ্গি।  

ত্রাণবিতরণকালে উপস্থিত ছিলেন- ডিস্ট্রিক্ট কেবিনেট সেক্রেটারি লায়ন মীর কনক, জিএমটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন, ত্রাণ বিতরণ পরিচালনা কমিটির চেয়ারম্যান, লায়ন হারুন আল-রশিদ দিপু, এডভাইজার লায়ন ডা. শাহ জামান চৌধুরী বাহার, শামসুল আলম খান সাজু, মেম্বার সেক্রেটারি লায়ন সাজুয়ান আহমদ, ট্রেজারার লায়ন আমিন উদ্দিন আহমদ, মেম্বার লায়ন গৌতম লাল দত্ত, লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহের, লায়ন রুহুল আমীন চৌধুরী গেদা, লায়ন ফিরুজ আহমদ, লায়ন মাসুম আহমদ জোয়ার্দার ও অজিত কুমার ভট্টাচার্য প্রমুখ। 

স্থানীয় ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলায় আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ, তানু। জকিগঞ্জ উপজেলার বারোহাল ইউনিয়নের মাইজগ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফের বাড়িতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ফখর উদ্দিন চৌধুরী, রুহুল আজমল চৌধুরী সহ আরো অনেকে।

এর আগে গত শনিবার সকালে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নে ও বিকালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে বন্যার্তদের মধ্যে ত্রাণ-বিতরণ করেন তারা।


এএফ/০৫