নিজস্ব প্রতিবেদক
জুলাই ০৫, ২০২২
০২:৪৬ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৫, ২০২২
০২:৪৯ পূর্বাহ্ন
সিলেট ও সুনামগঞ্জের বন্যাদুর্গত দুর্গম এলাকাগুলোতে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সিলেটের এমসি কলেজের অর্থনীতি বিভাগ।
শুক্রবার (২৪ জুন) প্রথম ধাপে সুনামগঞ্জের দিরাই, শাল্লা এবং জামালগঞ্জ উপজেলার দেড় শতাধিক পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ইকোনমিক্স ক্লাবের ব্যবস্থাপনায় ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
![]()
এদিকে, আজ সোমবার (৪ জুলাই) বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় সিলেটের জকিগঞ্জ উপজেলায় বন্যাকবলিত কয়েকটি প্রত্যন্ত গ্রামে অর্ধশতাধিক পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, মো. তারেক রহমান, শামস উদ দোহা, শহিদুল ইসলাম মুবিন, আবুল কাশেম, রনি প্রমূখ।
![]()
আরএম-০৮