নিজস্ব প্রতিবেদক
জুলাই ০৫, ২০২২
০৭:৪২ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৫, ২০২২
০৭:৪২ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সীমান্ত এলাকায় ত্রাণ বিতরণ করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। সোমবার সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ২০০ পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। অধিনায়কের প্রয়োজনীয় নির্দেশনায় সপ্তাহব্যাপী সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)সদস্যরা সহস্রাধিক বন্যাদুর্গত লোকজনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।
সোমবার সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর ইউনিয়নের সোনালীচেলা বিওপির রহমতপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। ওই দিন সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ভোলাগঞ্জ এলাকায় ত্রাণ বিতরণ করা হয়।
এছাড়াও সীমান্ত এলাকায় বন্যাদুর্গত লোকজনের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে বিজিবি।
এএন/০৩