সিলেট মিরর ডেস্ক
জুলাই ০৬, ২০২২
১২:৫০ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৬, ২০২২
১২:৫০ পূর্বাহ্ন
সিলেট-সুনামগঞ্জের বন্যাদুর্গত এলাকায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এবং চিকিৎসক ও স্বাস্থ্যসেবা ফোরামের উদ্যোগে তিন দিনের 'বিনামূল্যে মেডিকেল ক্যাম্প' শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (৫ জুলাই ) মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ।
বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, ইউসেফ স্কুলের প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিকী, চালক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মন্জু আহমদ।
মেডিকেল ক্যাম্পে এসে চিকিৎসা প্রদান করেন সিলেটের বিশিষ্ট চিকিৎসক ডা. মঈনুল ইসলাম।
কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের পার্টির সিলেট জেলা কমিটি ১৭ জুন থেকে প্রায় ৪০ সহস্রাধিক মানুষের মধ্যে রান্না করা খিচুড়ী ও শুকনো খাবার বিতরণ করেছে। এছাড়াও সিলেট ও সুনামগঞ্জের প্রায় দুই সহস্রাধিক পরিবারে চাল-ডাল-আলু-পেঁয়াজ-তেল সহ প্রয়োজনীয় সামগ্রী প্যাকেট করে বিতরণ করেছে। এর ধারাবাহিকতায় আজ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা দলের কর্মী সমর্থক ও সাধারণ মানুষের সহযোগিতায় আমাদের কার্যক্রম পরিচালনা করছি। কিন্তু তাও প্রয়োজনে তুলনায় অপ্রতুল।সরকারকেই বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।’
কমরেড ফিরোজ আরও বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে বন্যা কবলিত মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বন্যার্তদের কৃষি ঋণ ও এনজিও ঋণ মওকুফ করতে হবে।’
অনুষ্ঠানে ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘বাসদ জেলা শাখা বন্যার প্রথম দিন থেকে বাসদ সিলেট জেলার নেতৃবৃন্দ যেভাবে কাজ করে যাচ্ছেন তা প্রসংশনীয়। আমার আজ মেডিকেল ক্যাম্প শুরু করেছি। আমাদের নানা ভাবে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আজ প্রথম দিনে পাঁচ শতাধিক মানুষকে আমরা চিকিৎসা প্রদান করেছি। আমাদের ধারণার তুলনায় রোগী বেশি, বিশেষ করে শিশু রোগীর সংখ্যা। আমাদের বাচ্চাদের জন্য আরও প্রচুর পরিমাণ সিরাপ দরকার। তিনি সবার প্রতি শিশুদের জন্য সিরাপ দিয়ে সহযোগিতা করার আহবান জানান। ’
বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর বলেন, ‘আমরা ১৭ জুন থেকে বাসদের উদ্যোগে যে খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করেছিলাম তাতে সবার অকুণ্ঠ সহযোগিতায় আমরা আজ পর্যন্ত বন্যার্ত মানুষের পাশে আছি।’ তিনি বলেন, ‘খাদ্য সহযোগিতার ধারাবাহিকতায় আজ মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। আগামীকাল বন্যার্তদের পুনর্বাসন এর জন্য নগদ সাহায্য প্রদান করা হবে।’
বাসদের কার্যক্রমে যারা সহযোগিতা করছেন তাদের ধন্যবাদ জানিয়ে আবু জাফর বলেন, ‘আমার আমাদের কার্যক্রমের ধারাবাহিকতা রাখতে চাই। তাই সবার আরও বেশি সহযোগিতা প্রত্যাশা করছি।’
![]()
তিন দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালনা করছেন 'গরীবের ডাক্তার' খ্যাত মনীষা চক্রবর্তীর নেতৃত্ব ৯ সদস্যদের মেডিকেল টিম। মেডিকেল টিমের অন্য সদস্যরা হলেন, আনন্দ মৃত্তিকা নাজ, কাজী সামুসুল আরেফিন, আমিনা আক্তার আরবা, ফারজানা আক্তার রিয়া, শফিকুল, অদিতি, মিনহাজ, সাইদ প্রমুখ।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় থেকে বিকেল ৬ টা পর্যন্ত সিলেট বেতের বাজারের ঘাসিটুলা এলাকার ইউসেফ স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আগামীকাল বুধবার টুকেরবাজার এবং পরদিন বৃহস্পতিবার সুনামগঞ্জে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
তিন দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ওষুধ ও চিকিৎসা সামগ্রী দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল।
এএফ/০৭