ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের মাঝে বারাকার ত্রাণ সামগ্রী বিতরণ

সিলেট মিরর ডেস্ক


জুলাই ০৬, ২০২২
০৮:০২ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৬, ২০২২
০৯:৩৫ অপরাহ্ন



ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের মাঝে বারাকার ত্রাণ সামগ্রী বিতরণ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বন্যাকবলিত বিভিন্ন গ্রামের প্রায় ২০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিদ্যুৎখাতের স্বনামধন্য প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেড। 

আজ বুধবার (৬ জুলাই) বন্যার্তদের মধ্যে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন কোম্পানীর ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আহসানুল কবির ও ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী।

এসময় ডিজিএম(প্ল্যান্ট) নুরুজ্জামান মিঞাসহ প্ল্যান্টের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


খাদ্য সামগ্রী বিতরণ কালে বক্তারা বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে বারাকা পাওয়ার লিমিটেড শুরু থেকেই বন্যার্তদের পাশে সাধ্যমত দাঁড়ানোর চেষ্টা করেছে। জেলার বন্যা কবলিত বিভিন্ন উপজেলায় বন্যার্তদের মাঝে আমাদের ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।’


এএফ/০৪