সিলেট মিরর ডেস্ক
জুলাই ০৭, ২০২২
০৭:১৩ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৭, ২০২২
০৭:১৩ পূর্বাহ্ন
গোলাপগঞ্জ সোসাইটি অব পেনসিলভেনিয়ার উদ্যোগে গোলাপগঞ্জ পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়নের বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ শুরু হয়েছে।
বুধবার (৬ জুলাই) দেশে অবস্থানরত সোসাইটির সহসভাপতি ওলিউর রহমান খানের নেতৃত্বে কার্যকরী পরিষদের আরো বেশ কিছু দায়িত্বশীলদের নিয়ে মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয়দের সহযোগিতায় এ অর্থ বিতরণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সোসাইটির সভাপতি সালা ইউ খান ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ।
সোসাইটির সভাপতি সালা ইউ খান বলেন কয়েকমাস আগে গঠিত হয়েছে এই সোসাইটি। নতুন হওয়ার পরও সোসাইটির সকল সদস্য, শুভাকাঙ্খি হাত খুলে দান করেছেন এই কার্যক্রমে। আমরা বাংলাদেশের যে কোন দুর্যোগে গোলাপগঞ্জ বাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও পেনসিলভেনিয়ায় অবস্থানরত আমাদের সদস্যদের পাশেও সার্বক্ষণিক থাকব ইনশাআল্লাহ।
উল্লেখ্য যে, প্রাথমিকভাবে ছয়শত পরিবারের মাঝে ছয় লাখ টাকার ও বেশি নগদ অর্থ বিতরণ করা হবে।
এএন/০১