শান্তিগঞ্জে আমার গ্রাম,আমার প্রাণের উদ্যেগে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

শান্তিগঞ্জ প্রতিনিধি


জুলাই ০৮, ২০২২
০১:৫৭ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ০৮, ২০২২
০১:৫৭ পূর্বাহ্ন



শান্তিগঞ্জে আমার গ্রাম,আমার প্রাণের উদ্যেগে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ  উপজেলায় দুর্গতদের মধ্যে মানবিক কার্যক্রম চালিয়েছে 'আমার গ্রাম আমার প্রাণ' সেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার ও বুধবার উপজেলার জয়কলস, উজানীগাঁও, ফহেপুর, মির্জাপুর ও মানিকপুরে দেড় শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

সংগঠনের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে নগদ টাকা এবং শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সর পাশের অফিস প্রাঙ্গণে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।

নগদ অর্থ ও প্যাকেট গ্রামগুলোর তালিকা ভুক্ত পরিবারের হাত তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সিলেটের সিনিয়র সাংবাদিক,  সিলেট নিউজ টুয়েন্টফোর ডটকম সম্পাদক খালেদ আহমদ।

বুধবারে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণকালে অংশ নেন, শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অনপম, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, সমাজসেবী আফতাব আলী, সয়ফুল ইসলাম, সাংবাদিক মো. আব সাঈদ, সাবেক ছাত্র নেতা ইজহারুজ্জামান ইজহার, জানিউর রশিদ জানি, তারেকুজ্জামান, সেচ্ছসেবী মো. হাবিবুর রহমান, আব্দুল কাইয়ুম, আব্দুল কালাম, আব্দুস ছালাম, কলিম উদ্দিন, আলীনূর, রাসেল মিয়া প্রমুখ। 

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল প্রতি পরিবারের জন্য চাল, মশুরি ডাল, আলু, পিয়াজ, সোয়াবিন তেল, লবণ, বিস্কুট ও লাক্স সাবান।

খাদ্য সামগ্রী বিতরণকালে সাংবাদিক খালেদ আহমদ বলেন, ‘এবারের বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী সংগঠন মানবতার অনন্য নজির সৃষ্টি করেছে। দেশ প্রেমিক সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত গতিতে দুর্গতদের উদ্ধার ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়ে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে এনেছেন।  ভিটে হার, ঘরহারা লোকজনকে পুনর্বাসনে ও কর্মসংস্হান সৃষ্টিতে সরকারের পাশাপাশি বেসরকারি  সংঘটনগুলোকে এগিয়ে আসতে হবে। তা নাহলে দুর্গত মানুষগুলো সহজে ঘুরে দাঁড়াতে পারবে না। 


এসটি-০১/এএফ-০১