গোলাপগঞ্জ প্রতিনিধি
জুলাই ০৮, ২০২২
০২:০৬ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৮, ২০২২
০২:০৬ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী মান্নানের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ জুলাই ) দুপুর একটায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, সাপ্তাহিক হলি সিলেটের নির্বাহী সম্পাদক জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সিনিয়র সাংবাদিক আব্দুল আহাদ, আজিজ খান, হারিছ আলী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, সাংবাদিক ফখরুল ইসলাম শাকিল, জাহিদ উদ্দিন প্রমুখ।
মতবিনিময়কালে ইউএনও মৌসুমি মান্নান বলেন, ‘সাংবাদিকরা দেশের উন্নয়নের অংশীদার। তাদের লেখনীর মাধ্যমে সমাজের উন্নয়ন-অগ্রগতি, অভাব-অভিযোগ উঠে আসে।’ অর্থনীতিসহ সার্বিক ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপক অগ্রগতি অর্জন হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘যেসব ক্ষেত্রে এখনও উন্নয়নের প্রয়োজন সাংবাদিকদের লেখনির মাধ্যমে জাতির সামনে সেসব বিষয় উঠে আসে ।’
এসময় সঠিকভাবে দায়িত্ব পালন এবং উপজেলাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এফএমএ-০১/এএফ-০২