শাবিপ্রবি প্রতিনিধি
জুলাই ০৮, ২০২২
০২:১৪ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০৮, ২০২২
০২:১৪ পূর্বাহ্ন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বন্যার্ত মানুষের মধ্যে ঈদ বস্ত্র, শিশুদের খাবার, মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও নগদ অর্থ দিয়ে পাশে দাঁড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম রক্তদানমূলক স্বেচ্ছাসেবী সংগঠন 'সঞ্চালন'।
আজ বুধবার (৬ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের সভাপতি আশরাফুল আলম আকাশ।
তিনি বলেন, ‘তৃতীয় ধাপে সঞ্চালনের ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ বস্ত্র, শিশুদের খাবার, মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।’
এর আগে প্রথম ধাপে সুনামগঞ্জের ছাতক উপজেলার বন্যা কবলিত তিনটি গ্রামে ১০৪ টি পরিবার এবং দ্বিতীয় ধাপে সিলেটের ওসমানীনগরে শিশু খাদ্য সহ ১৬০ টি পরিবারের মাঝে ৪ থেকে ৫ দিনের রান্না সামগ্রী বিতরণ করে সঞ্চালন।
এইচএন-০১/এএফ-০৩