বন্যার্তদের পাশে বিএনপি ছিল, আছে, থাকবে: ফয়সল চৌধুরী

সিলেট মিরর ডেস্ক


জুলাই ০৮, ২০২২
১১:৫১ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৮, ২০২২
১১:৫১ অপরাহ্ন



বন্যার্তদের পাশে বিএনপি ছিল, আছে, থাকবে: ফয়সল চৌধুরী

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘এবারের ভয়াবহ বন্যায় সিলেটবাসীর পাশে নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বন্যার শুরু থেকেই আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম, এখনও আছি, আগামীতেও থাকব।’

বৃহস্পতিবার সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ও মোল্লাপুর ইউনিয়নের বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। 

ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা সাংগঠনিকভাবে জনগনের পাশে দাঁড়িয়েছেন, তেমনি ব্যক্তিগতভাবেও বানবাসীদের মুখে খাবার তুলে দিয়েছেন। শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য বিতরণ করেছেন।’ দুর্গম এলাকা যেখানে সরকারি দল বা সরকারের কেউ ত্রাণ নিয়ে যায়নি সেসব অঞ্চলেও জাতীয়তাবাদী সৈনিকরা মানুষের জন্য ত্রাণসামগ্রী নিয়ে ছুটে গেছেন জানিয়ে তিনি বলেন, ‘সরকারি দল স্বীকার করুক আর না করুক, মানুক আর না মানুক- সিলেটের জনগন তা দেখেছেন।’ তিনি বলেন, ‘আমরা আগামীতেও বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নির্দেশনা বাস্তবায়ন এবং মানবিক দায়িত্ববোধ থেকে আমাদের দায়িত্ব পালন করে যাবো।’

বৃহস্পতিবার দুপুর ১২টায় ফয়সল চৌধুরীর নিজস্ব অর্থায়নে শেওলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে কাকরদিয়া বাজারে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেওলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব মাস্টার। 

বিয়ানীবাজার কলেজ ছাত্রদলের সদস্য সচিব মারজানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম তাজুল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ শামীম, ক্রীড়া সম্পাদক মানিক মিয়া, আলি আহমদ মেম্বার, কৃষকদল নেতা ইকবাল আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আহসান জামিল, সিলেট জেলা ছাত্রদলের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ প্রমুখ।

এরপর বিকেল ৩টার দিকে বিয়ানীবাজার মোল্লাপুর ইউনিয়নের মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বানবাসীদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। 

এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহতাবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন এবং সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, যুগ্ম সম্পাদক কাউন্সিলর মিছবাহ উদ্দিন, যুগ্ম সম্পাদক জামিল আহমদ, এমএ অদুদ রোকন, আবদুল জব্বার তাফাদার,  প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়েজ আহমদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, প্রবাসী ও কল্যাণ বিষয়ক আবদুল গফুর, আলি আহমদ মেম্বার, রুহেল আহমদ, লুকুস আহমদসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং এলাকার সচেতন মানুষ।


এএফ/০১