দুই দিনের ব্যবধানে ওসমানীনগরের ২ শিক্ষকের সড়কে মৃত্যু

উজ্জ্বল ধর, ওসমানীনগর প্রতিনিধি


আগস্ট ১৬, ২০২২
০৮:৪৪ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৬, ২০২২
০৮:৪৪ অপরাহ্ন



দুই দিনের ব্যবধানে ওসমানীনগরের ২ শিক্ষকের সড়কে মৃত্যু

অধ্যক্ষ আওলাদ হোসেন ও প্রধান শিক্ষিকা হালিমা খাতুন

দুই দিনের ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় সিলেটের ওসমানীনগরের দুই শিক্ষকের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন দক্ষিণ সুরমার জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন ও মোগলাবাজার মোহাম্মদপুর এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন। 

জানা যায়, সোমবার (১৫ আগস্ট) বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন শেষে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মোগলাবাজার মোহাম্মদপুর এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে তিনি মারা যান। নিহত হালিমা খাতুন ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা এলাকার মশিউর রহমানের স্ত্রী। দুর্ঘটনায় শিক্ষিকার সঙ্গে আহত হন মোটরসাইকেল চালক একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিঠুন চন্দ্র দাস। 

এদিকে শনিবার (১৩ আগষ্ট) রাত সাড়ে ১০টায় সিলেট নগরের মেজরটিলার শ্যামলি আবাসিক এলাকায় সড়ক পারাপারের সময় দ্রুতগতির লেগুনার চাপায় জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রবীণ এই শিক্ষকের মর্মান্তিক মৃত্যুতে তাঁর জন্মস্থান ওসমানীনগরের দয়ামীর ইউপির হুসন নমকী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক লেগুনাচালককে অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রয়াত অধ্যক্ষের সহকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।


এএফ/০৩