চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি জাসদের

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২০, ২০২২
১২:১৩ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২০, ২০২২
১২:১৩ পূর্বাহ্ন



চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি জাসদের

বাংলাদেশের চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য জোর দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল -জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। তারা চা শ্রমিকদের ন্যায়সঙ্গত আন্দোলন-সংগ্রামর প্রতি নিরঙ্কুশ সমর্থন জানিয়েছেন। 

এক বিবৃতিতে জাসদ নেতৃবৃন্দ বলেছেন, চা-শ্রমিকরা বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট অবহেলা-শোষণ-বঞ্চনা-নির্যাতন-নিপীড়নের শিকার একটি জনগোষ্ঠি; তারা ন্যূনতম মানবাধিকার ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত। 

তারা বাংলাদেশের চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির পাশাপাশি তাদের স্বাস্থ্য-শিক্ষা-বাসস্থানের অধিকার নিশ্চিত করতে মালিক ও সরকার পক্ষের বিশেষ মনযোগ-উদ্যোগ-বরাদ্দ দাবি করেন। 

তারা বলেন, ‘সরকারের সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিশেষ প্যাকেজ সকল চা বাগানের সকল শ্রমিক ও তাদের পরিবার সদস্যদের জন্য সম্প্রসারিত করতে হবে। ’

হাসানুল হক ইনু ও শিরীন আখতার সকল সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক-মানবিক-নৈতিক সংগঠন-প্রতিষ্ঠানগুলোকে চা-শ্রমিকদের ন্যায্য দাবিগুলোকে সমর্থন করার আহ্বান জানান।


এএফ/০১