‘ফিল্মি স্টাইলে’ মকসুদকে তুলে নেওয়ার অভিযোগ, মুক্তি দাবি

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১৪, ২০২২
০৮:২৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০২২
০৮:৩৬ অপরাহ্ন



‘ফিল্মি স্টাইলে’ মকসুদকে তুলে নেওয়ার অভিযোগ, মুক্তি দাবি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরীর বিবৃতি
জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে ফিল্মি স্টাইলে তুলে নেওয়া হয়েছে অভিযোগ করে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বিএনপির চেয়ারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। অবিলম্বে মকসুদের নিঃশর্ত মুক্তির দাবিওজানিয়েছেন তিনি।

গতকাল বুধবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলোর চাঙ্গাভাব দেখে সরকারের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। তাই, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিএনপিকে দমনের সর্বশক্তি নিয়োগ করছে। কারণে-অকারণে ফিল্মি স্টাইলে নেতাকর্মীদের গ্রেপ্তারের মাধ্যমে ভীতি প্রদর্শনই তাদের উদ্দেশ্য।’

ড. এনামুল হক আরও বলেন, ‘রাতের আধাঁরে বাসার গেইট ও দরজা ভেঙ্গে মকসুদকে তুলে নেওয়া হয়েছে, যা কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না। অথচ, তার বিরুদ্ধে নতুন কোনো মামলা নেই, গ্রেপ্তারি পরোয়ানা নেই। একজন রাজনৈতিক কর্মী হিসেবে পুরনো সব মামলায় তিনি জামিনে রয়েছেন। এ ঘটনায় শুধু সিলেটবাসী নয়; গোটা দেশবাসী উদ্বিগ্ন।’

তিনি বলেন, ‘একজন জনপ্রিয় নেতাকে তুলে নিয়ে সারাদিন অস্বীকার করে সন্ধ্যায় থানায় হস্তান্তর করা সরকারের ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ। এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই।’

অবিলম্বে যুবদল নেতা মকসুদকে নিঃশর্তভাবে মুক্তি এবং আইন ও মানবাধিকার পরিপন্থী কর্মকাণ্ড থেকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে বিরত থাকারও আহ্বান জানান বিএনপি নেতা ড. এনামুল হক চৌধুরী।

প্রসঙ্গত, মকসুদ আহমদকে আটকের পর বুধবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে র‌্যাব। এরপর তাকে পুরনো একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।