আমরা ঘুরে দাঁড়িয়েছি: ফখরুল

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১২, ২০২২
১০:৪৮ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১২, ২০২২
১০:৫৫ অপরাহ্ন



আমরা ঘুরে দাঁড়িয়েছি: ফখরুল

ফরিদপুরে বিভাগীয় গণসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'তত্ত্বাবধায়ক সরকার এ দেশের মানুষের মনের দাবি। কারণ বিগত দুই নির্বাচনে মানুষের সঙ্গে প্রবঞ্চনা করে-মিথ্যা কথা বলে-ভুল বুঝিয়ে নির্বাচন-নির্বাচন খেলা করে ক্ষমতায় গেছে আওয়ামী লীগ। এবার আমরা ঘুরে দাঁড়িয়েছি, মানুষ ঘুরে দাঁড়িয়েছে। এবার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচন হবে না।'

আজ শনিবার (১২ নভেম্বর) ফরিদপুরের কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'আমরা চাই শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বিলুপ্তি। আমরা চাই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। সেই সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে। সেই নির্বাচন কমিশন নির্বাচন করে নতুন পার্লামেন্ট করবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে, সেই নির্বাচনে আমরা জয়ী হলে, একটা জাতীয় সরকার গঠন করা হবে। জাতীয় সরকার গঠন করে আমরা রাষ্ট্রের মেরামত করতে চাই। ন্যায় বিচারের স্বার্থে নতুন করে বিচার বিভাগকে সাজাতে চাই। নতুন করে প্রশাসনকে সাজাতে চাই। সুশাসনের জন্য দুর্নীতি বন্ধ করতে চাই। দুর্নীতিতে দেশটা ছেয়ে গেছে, আর মানবাধিকার লঙ্ঘন? মানবাধিকারের লঙ্ঘনের জন্য আজকে আমেরিকা র‌্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে। তারপরও তো লজ্জা হয় না। দেশবাসীকে লজ্জায় ফেলল, তাদের লজ্জা হলো না।'

তিনি বলেন, 'আপনারা সংবিধানের কথা বলেন। বলেন সংবিধানে যেমনটি আছে তেমনটি হবে। কী আছে সংবিধানে, তত্ত্বাবধায়ক সরকার থাকবে না। তত্ত্বাবধায়ক সরকার তো সংবিধানে ছিল। ১৯৯০ সালের পরে ৪/৫ টি নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তখন সবাই ভোট দিতে পেরেছিল। আওয়ামী লীগ সংবিধান ধ্বংস করেছে। একবার করেছিল ৭৫ সালে। সবগুলো রাজনৈতিক দল নিষিদ্ধ করে, সবগুলো পত্রিকা বন্ধ করে দিয়ে বাকশাল চালু করেছিল।'

'আজ আওয়ামী লীগ চোর দিয়ে পরিবেষ্টিত। দেশের সম্পদ তারা লুট করে বিদেশে পাচার করে দিচ্ছে। গত এক যুগে দেশ থেকে ১০ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। সব জায়গায় চুরি। কোথায় চুরি করেনি। মেগা প্রজেক্ট থেকে শুরু করে বেকার ভাতা, দুঃস্থ ভাতা, বৃদ্ধা ভাতাও চুরি করছে। আজ কোথাও টাকা নেই। রিজার্ভে টাকা নেই, সব খেয়ে ফেলছে। বড় বড় গলায় আবার তাদের নেতা বলেন, টাকা কী আমরা চিবিয়ে খেয়ে ফেলেছি। আমরা বলেছি টাকা চিবিয়ে খাননি, টাকা গিলে ফেলেছেন। সরকার এমন একটা খাত বাকি রাখেনি যেখানে তারা চুরি করেনি, দুর্নীতি করেনি', যোগ করেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, '৪২ শতাংশ মানুষ আজও দারিদ্র্যসীমার নিচে। আর তারা বলে আমরা নাকি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। সেই সব মানুষের আয় বেড়েছে, যারা চুরি করছে, দুর্নীতি করছে।'

এদিকে, ফরিদপুরের ৯ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন নেতাকর্মীরা। বেলা আড়াইটায় সমাবেশের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ মঞ্চে আসলেও মূলত নেতাদের বক্তব্য শুরু হয় বেলা ১১টা থেকে। এর আগেই সমাবেশের মাঠ কানায় কানায় ভরে ওঠে। সমাবেশে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শামা ওবায়েদ ইসলাম, শাহ মো. আবু জাফর, শহিদুল ইসলাম, মোদারেছ আলী ইছা, এ কে কিবরিয়া স্বপন, এ বি সিদ্দিকী মিতুল প্রমুখ।সমাবশের সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম।


এএফ/০৪