নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ০৭, ২০২২
০১:৫১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৭, ২০২২
০২:৩০ পূর্বাহ্ন
বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশের সাম্যবাদী দলের (এম এল) কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য ও সিলেট জেলা সম্পাদক কমরেড ধীরেন সিং আর নেই। আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা সদস্য প্রণব জ্যোতি পাল।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল বুধবার বেলা ১১টায় তার মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে বলে জানিয়েছেন সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
এএফ/০২