শহীদ মিনারে শেষ শ্রদ্ধা সিক্ত হলেন কমরেড ধীরেন সিং

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৭, ২০২২
০৬:৩১ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৭, ২০২২
০৬:৩১ অপরাহ্ন



শহীদ মিনারে শেষ শ্রদ্ধা সিক্ত হলেন কমরেড ধীরেন সিং


সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন কমরেড ধীরেন সিং।

আজ বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ আনা হয়। সাড়ে ১১ টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ শহীদ মিনার প্রাঙ্গনে রাখা হয়। 

শহীদ মিনার প্রাঙ্গণেই বর্ষীয়ান রাজনীতিবিদ ধীরেন সিংকেকে শেষ বিদায় জানান সিলেটবাসী। শহীদ মিনারে আনার পর সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধার মাধ্যমে তাকে বিদায় জানান।

এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সিলেটের বিভিন্ন রাজনীতিক দলের নেতা-কর্মী ও শুভাকাঙ্খীসহ বহু মানুষ কমরেড ধীরেন সিংকে ফুলেল শ্রদ্ধার মাধ্যমে শেষ বিদায় জানান।

বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশের সাম্যবাদী দলের (এম এল) কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য ও সিলেট জেলা সম্পাদক কমরেড ধীরেন সিং গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এএফ/০৭