সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২২
০৪:৩১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৭, ২০২২
০৪:৩১ পূর্বাহ্ন
যুগপৎ আন্দোলনের ভিত্তি হিসেবে ৩০ ডিসেম্বর সারাদেশে গণ র্যালি করবে গণতন্ত্র মঞ্চ।
আজ শনিবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এই কর্মসূচি ঘোষণা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনকে ‘কালো দিন’ উল্লেখ করে ওইদিনের প্রতি ঘৃণা জানিয়ে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
এর আগে সোমবার সরকার ‘হটাতে’ বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন ও রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনে ১৪ দফা কর্মসূচি ঘোষণা করে সাত দলের জোট গণতন্ত্র মঞ্চ।
রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলন থেকে গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এ কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত ১৪ দফার আলোকেই এ জোট বিএনপির সাথে ‘যুগপৎ আন্দোলন’ কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বলে জানান মান্না।
এএফ/০২