সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২২
০১:৩৪ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৯, ২০২২
০১:৩৪ পূর্বাহ্ন
সিলেটের কানাইঘাটের প্রত্যন্ত অঞ্চলের অসহায়, দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টার স্মরণে প্রতিষ্ঠিত নুরুল ইসলাম ফাউন্ডেশন। উপজেলার বড়চতুল ইউনিয়নের সরুফৌদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার বেলা ১২ টায় শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয় ।মাওলানা ইমাদ উদ্দিন লাহিনের পরিচালনায় শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫ নং বড় চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, ডা. হারুনুর রশিদ শিকদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফয়সল আহমেদ ও নাঈম আহমেদ।
![]()
এ সময় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বক্তারা বলেন, প্রয়াত নুরুল ইসলাম ছিলেন একজন খাটি দেশ প্রেমিক। দেশের হাজারো মানুষের কর্মসংস্থান তৈরী করে দেশের অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি আর্তমানবতার সেবায় তিনি কাজ করেছেন। এই বীর মুক্তিযোদ্ধা তার সৃষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বেঁচে থাকবেন যুগযুগ ধরে। জীবিত অবস্থায় তিনি নি:স্বার্থ ভাবে সাধারণ মানুষের উপকার করে গেছেন তিনি। বক্তব্য শেষে প্রয়াত নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন মাওলানা আবুল হোসাইন। পরে শতাধিক গরিব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়।
এএন/০১