শবে মেরাজ ১৮ ফেব্রুয়ারি

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৩, ২০২৩
০৮:১১ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৩, ২০২৩
০৮:১১ অপরাহ্ন



শবে মেরাজ ১৮ ফেব্রুয়ারি


বাংলাদেশের আকাশে আজ পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। এ হিসাবে আগামী ১৮ ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাতে পবিত্র শবেমেরাজ পালিত হবে।

ইসলাম ধর্মমতে, আরবি রজব মাসের ২৬ তারিখ দিনগত রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আরশে আজিমে যান। রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত মহিমাপূর্ণ ও তাৎপর্যবহ।

আজ সোমবার (২৩ জানুয়ারি) এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানায় ইসলামিক ফাউন্ডেশন।

আজ বাদ মাগরিব বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে ১৪৪৪ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখার বিষয়টি জানানো হয়। সভায় শবেমেরাজের তারিখও নির্ধারণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনিম হাসান।


এএফ/০২