সাবেক ছাত্রনেতা কাইয়ুমের শয্যাপাশে এলিম চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ২৫, ২০২৩
০১:২৭ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৫, ২০২৩
০১:২৭ পূর্বাহ্ন



সাবেক ছাত্রনেতা কাইয়ুমের শয্যাপাশে এলিম চৌধুরী


ঢাকা দক্ষিণ ডিগ্রী কলেজের আশির দশকের ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কাইয়ুম গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মেরুদণ্ডে জটিল অপারেশন করা হয়েছে। কাইয়ুমকে দেখতে আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) সেখানে যান গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মনজুর সাফি চৌধুরী এলিম। এ সময় তিনি অসুস্থ কাইয়ুমের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করে কর্তব্যরত চিকিৎসকের কাছে চিকিৎসার খোঁজ-খবর নেন এবং সুস্থতা কামনা করেন।

প্রসঙ্গত, আব্দুল কাইয়ুম গত মাসের শেষের দিকে দেশে আসেন। সপ্তাহখানেক আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সিলেটের চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত ঢাকায় হাসপাতালে স্থানান্তর করা হয়।

এফএমএ-০১/এএফ-০২