সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৩
০২:৫৯ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২৩
০২:৫৯ অপরাহ্ন
চিকিৎসকের পরামর্শে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরার বাসায় ফেরেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চিকিৎসকের পর্যবেক্ষণ শেষে বিএনপি মহাসচিব বাসায় ফিরেছেন। চিকিৎসক তাকে বাসায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।
এর আগে আজ দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। এরপর তাকে জরুরিভিত্তিতে ইউনাইটেড হাসপাতালের এইচডিইউ ইউনিটে ভর্তি করা হয়।
এএফ/০৯