র‌্যাগিংয়ের অভিযোগে শাবির পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

শাবিপ্রবি প্রতিনিধি


ফেব্রুয়ারি ২২, ২০২৩
০৮:১২ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২৩
০২:২৬ অপরাহ্ন



র‌্যাগিংয়ের অভিযোগে শাবির পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবর্ষের প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে অভিযুক্ত ব্যবসায় প্রশাসন বিভাগের পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের নবীন এক শিক্ষার্থী র‌্যাগিংয়ের শিকার হয়ে আামাদের কাছে অভিযোগ করেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

তদন্ত কমিটি প্রধান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, ‘র‌্যাগিংয়ের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আমরা প্রশাসনের লিখিত নোটিশ পেলে তদন্ত শুরু করব।’

সার্বিক বিষয়ে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘র‌্যাগিংয়ে জড়িত থাকার ঘটনায় প্রাথমিক সত্যতার ভিত্তিতে ৫ শিক্ষার্থীকে হল ও বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে৷ ঘটনাটির অধিকতর তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে৷ কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

উপাচার্য আরও বলেন, র‌্যাগিয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। র‌্যাগিংয়ের ঘটনায় কেউ জড়িত থাকলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। এক্ষেত্রে কোন ধরণের ছাড় দেওয়া হবে না। র‌্যাগিংয়ের ঘটনায় আগেও ২২ জনকে বহিষ্কার করা হয়েছে।


এইচএন-০১/এএফ-০৪