আইপিএল থেকে বিদায়ে চেন্নাই অধিনায়ক বললেন 'ফিজকে মিস করেছি'

সিলেট মিরর ডেস্ক


মে ১৯, ২০২৪
০২:১৩ অপরাহ্ন


আপডেট : মে ১৯, ২০২৪
০২:১৫ অপরাহ্ন



আইপিএল থেকে বিদায়ে চেন্নাই অধিনায়ক বললেন 'ফিজকে মিস করেছি'

আইপিএল থেকে বিদায়ে চেন্নাই অধিনায়ক বললেন 'ফিজকে মিস করেছি'


খুব কাছে গিয়েও পারল না চেন্নাই সুপার কিংস। গতকাল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ২৭ রানে হেরে এবারের আইপিএল থেকে বিদায় নিয়েছে চেন্নাই।

চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় শেষ চারে যেতে না পারার কারণ জানাতে গিয়ে মোস্তাফিজুর রহমানের অভাব টের পাওয়ার কথা বলেছেন।

বাংলাদেশ দলের হয়ে জিম্বাবুয়ে সিরিজে খেলতে দেশে ফেরার আগে চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন। চেন্নাই দলে এবারের আইপিএলে মোস্তাফিজের চেয়ে বেশি উইকেট পেয়েছেন মাত্র একজন বোলার, তুষার দেশপান্ডে। দেশপান্ডে ১৩ ম্যাচে নেন ১৭ উইকেট।

গায়কোয়াড় বলেন, ‘আমরা ফিজকে (মোস্তাফিজুর রহমান) মিস করেছি।’

মোস্তাফিজ জাতীয় দলের হয়ে খেলতে নিজ দেশে আসেন। এরপর চোটের অস্বস্তি নিয়ে দেশে ফিরে যান লঙ্কান পেসার পাথিরানাও। এছাড়াও বেশ কয়েকজন ক্রিকেটারকে না পাওয়া নিয়ে চেন্নাই অধিনায়ক বলেন, ‘চোটের কারণে আমরা ডেভন কনওয়েকে পুরো টুর্নামেন্টেই পাইনি। যা বড় পার্থক্য গড়ে দিয়েছে। চ্যালেঞ্জ এসেছে একেবারে শুরুর ম্যাচ থেকে। পাথিরানাও ইনজুরিতে পড়ে। যখন দলে এত ইনজুরি থাকে, স্কোয়াডে ভারসাম্য আনাটা কঠিন হয়ে যায়।'

গতকাল ম্যাচে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান তোলে বেঙ্গালুরু। চেন্নাই ৭ উইকেট হারিয়ে তোলে ১৯১ রান।

জিসি / ০৪