রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি?

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০১, ২০২৩
০৫:২৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২৩
০৫:২৬ অপরাহ্ন



রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি?


রোজা রেখে দিনের বেলায় টুথ পাউডার, পেস্ট, মাজন ইত্যাদি দিয়ে ব্রাশ করা যাবে কি? এসব দিয়ে ব্রাশ করলে রোজার কোনো ক্ষতি হবে কি?

রোজা অবস্থায় দিনের বেলায় টুথপেস্ট, পাউডার বা মাজন দিয়ে ব্রাশ করা মাকরুহ। কারণ, তাতে মিষ্টি-তিতা নানান ধরনের স্বাদ থাকে। আর রোজা রেখে যে কোনো জিনিসের স্বাদ গ্রহণ করা মাকরুহ। কিন্তু এ সব যদি গলায় পৌঁছে যায় তবে রোজা ভেঙে যাবে।

তাই রমজান মাসে দিনের বেলায় টুথপেস্ট, পাউডার বা মাজন দিয়ে ব্রাশ করা থেকে বিরত থাকতে হবে। প্রয়োজনে টুথপেস্ট দিয়ে ব্রাশ করার পরিবর্তে মেসওয়াক ব্যবহার করা যেতে পারে। মেসওয়াকে কোনো ক্ষতি নেই। (আল বাহরুর রায়েক ২/২৭৯)


এএফ/০৪