ইমরান খান গ্রেপ্তার : সেনা সদর দপ্তরে বিক্ষোভকারীরা

সিলেট মিরর ডেস্ক


মে ১০, ২০২৩
০১:০৭ পূর্বাহ্ন


আপডেট : মে ১০, ২০২৩
০১:০৭ পূর্বাহ্ন



ইমরান খান গ্রেপ্তার : সেনা সদর দপ্তরে বিক্ষোভকারীরা


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) থেকে আর্থিক অপরাধ সংক্রান্ত জাতীয় ব্যুরো এনএবি গ্রেপ্তার করেছে। মঙ্গলবার জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

আজ মঙ্গলবার (৯ মে) বিকেলে আদালত থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। তিনি গত বছর তার পদ হারানোর পর থেকে বিচারাধীন কয়েক ডজন মামলার শুনানির জন্য তিনি ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন।

পিটিআই চেয়ারম্যান তার বিরুদ্ধে নথিভুক্ত একাধিক এফআইআরে জামিন চাইতে আইএইচসিতে গিয়েছিলেন। সেখান থেকে আল-কাদির ট্রাস্ট মামলায় রেঞ্জার্সকর্মীরা তাকে হেফাজতে নেন। সাবেক এই প্রধানমন্ত্রীকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কালো ভিগো গাড়িতে করে নিয়ে যায়।

ইমরানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ডক্টর আকবর নাসির খান বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা তার গ্রেপ্তারের প্রতিবাদে লাহোরে সেনা কমান্ডারদের বাসভবনের কম্পাউন্ডে প্রবেশ করেছে। এ ছাড়া তারা রাওয়ালপিণ্ডিতে সেনা সদর দপ্তরেও প্রবেশ করেছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

ইমরানকে গ্রেপ্তার এবং বড় জমায়েতের নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করার পরই ইসলামাবাদজুড়ে বিক্ষোভ শুরু হয়। তবে ইসলামাবাদ পুলিশ বলেছে, ১৪৪ ধারা বলবৎ আছে এবং লঙ্ঘনের জন্য ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামাবাদ ছাড়াও রাওয়ালপিণ্ডি, লাহোর, করাচি, গুজরানওয়ালা, ফয়সালাবাদ, মুলতান, পেশোয়ার এবং মারদানে বিক্ষোভ শুরু হয়েছে বলে জানিয়েছে জিও নিউজ।

করাচি এবং রাওয়ালপিণ্ডিতে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জনগণকে নিয়ন্ত্রণ করতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেছে পুলিশ। ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা ‘ইমরান খানকে মুক্তি দাও’ এবং ‘পাকিস্তান বন্ধ করো’ স্লোগান দিচ্ছে।

পিটিআই তাদের সমর্থকদের প্রতিবাদ করার আহ্বান জানিয়ে টুইটে বলেছে, এখন না করলে এ সুযোগ আর আসবে না।


সূত্র : এনডিটিভি, ডন


এএফ/০৬