নানা আয়োজনে সিলেটে জাতীয় কবির ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক


মে ২৬, ২০২৩
১২:৫৬ পূর্বাহ্ন


আপডেট : মে ২৬, ২০২৩
১২:৫৬ পূর্বাহ্ন



নানা আয়োজনে সিলেটে জাতীয় কবির ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপিত


সিলেটে নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও সিলেট নজরুল পরিষদ বৃহস্পতিবার সকালে কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তপ্রাঙ্গণে স্থাপিত কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনায় অংশ নেন সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, প্রবীণ সাংবাদিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নবনির্বাচিত সভাপতি শামসুল আলম সেলিম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক নীলাঞ্জনা দাস জুঁই ও সিলেট নজরুল পরিষদের সদস্য সচিব নীলাঞ্জন দাশ টুকু।

এরপর ছিল শ্রদ্ধা নিবেদন। জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানান সিলেট নজরুল পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত নাট্য পরিষদ, নজরুল সংগীত শিল্পী পরিষদ, সিলেট ললিতকলা একাডেমি, শ্রুতি সিলেট, ছন্দ নৃত্যালয়, কথাকলি, সিলেট জেলা প্রেসক্লাব, মুক্তিযুদ্ধ অনুশীলন, মুক্তিযুদ্ধ পাঠাগার, লিটল থিয়েটার, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ ও নৃত্যশৈলী সিলেটের সংগঠক-সদস্যরা।

সবশেষে প্রবীণ সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাসের নেতৃত্বে নবীন-প্রবীণ শিল্পীরা নজরুল সংগীত পরিবেশন করেন।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত।


এএফ/০২